কালিহাতীর নারান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলামের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম (৯৪) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…….. রাজউন)। তিনি শনিবার (৮ জুলাই) রাত ৯ টা ৩০ মিনিটে উপজেলার মালতী গ্রামের নিজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
রবিবারে (৯ জুলাই) সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আজহারুল ইসলাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমদ আলী সরকার নারান্দিয়া ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন এবং তার ছেলেমেয়েরা রাজনৈতিক দলের সক্রিয় নেতা। আজহারুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।