কালিহাতীর দুই ইউপির একটিতে নৌকা আরেকটিতে বিদ্রোহী প্রার্থীর জয়
সোহেল রানা, কালিহাতী ॥
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ জুলাই) এই দুই ইউপিতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বীরবাসিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছোহরাব আলী মোটরসাইকেল প্রতীকে মোট ৪ হাজার ৬৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম সিকদার আনারস প্রতীকে পেয়েছে ৩ হাজার ৭৯০ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৮৪ ভোট। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী মিতু আক্তার চশমা প্রতীকে পেয়েছেন মোট ২৪ ভোট।
অপরদিকে একই উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুর রহমান তালুকদার ৬ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৫২ ভোট। এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছবুর শামীম পেয়েছেন মোট ২৩ ভোট।
সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ হল রুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ।