কালিহাতীর জোকারচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সাহেব আলী মন্ডল (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী মন্ডল উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায়, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াচ্ছিলেন। ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি। গোহালিয়াবাড়ী ইউপি সদস্য নুরুল ইসলাম টিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রেনে মৃত্যুর খবর শুনে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। পরে তাকে বিকেলে দাফন করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন টিনিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি।