কালিহাতীতে ২৭ বছর আগে মাকে হত্যা ॥ মৃত্যুদন্ড পাওয়া পলাতক ছেলে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে ২৭ বছর আগে মাকে হত্যা করে পালিয়ে বেড়ানো ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১ এপ্রিল) মধ্য রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাদশা নিজের মা তমিরন নেছা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। তিনি কালিহাতী উপজেলার কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বাদশা মিয়ার সাথে তার ছোট বোন কহিনুর বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বিগত ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ঘটনার দিন বাড়ির উঠানে বাদশা মিয়ার তার ছোট বোনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট বোনকে বাঁশ দিয়ে আঘাত করতে গেলে তাদের মা নিহত তমিরন নেছা বাদশাকে থামানোর চেষ্ঠা করে। তখন বাদশা উঠানে থাকা ধারালো দা দিয়ে ছোট বোন কোহিনুরকে কোপ দিতে গেলে তাদের মা বাঁধা দেয়। এ সময় বাদশা ক্ষিপ্ত হয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো জানান, এ ঘটনার কালিহাতী থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর থেকে বাদশা পলাতক ছিল। পরে নিজের নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয় নিয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরবর্তীতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকায় আতœগোপন করে। এই মামলার বিচার শেষে বিগত ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বাদশাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। তিনি জানান, বাদশা মিয়াকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।