কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। ১০ জানুয়ারী রোববার সকালে উপজেলার জোকারচরের বিবিএ এর ১১ নং সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টিন ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসয় কালিহাতী উপজেলার জোকারচরের বিবিএ এর ১১ নং সেতুর নিকট পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটির উপর থাকা ব্যাক্তিডঁ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের মরাদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে