কালিহাতীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

54

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর আওতায়, সুশীলন এনজিও’র সহযোগীতায় কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কোকডহরা ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।




কর্মশালায় কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন । এ সময় আরও উপস্থিত ছিলেন, এসএসকে প্রকল্প, সুশীলন, টাঙ্গাইলের টিম লিডার আবু হাসান ও আইসিই ফিল্ড কো-অর্ডিনেটর শামীমা ইয়াসমিন এবং কোকডহরা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।




কর্মশালায় এসএসকে প্রকল্প এর আওতায় কার্ডধারীরা কিভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পেতে পারবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করা হয়।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ