কালিহাতীতে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

200

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ দ্বীপ চন্দ, ডা. নিটোল বণিক, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি দাস পবিত্র, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দৈনিক নিউজ মেইলের প্রতিনিধি সুমন ঘোষ, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি সোহেল রানা, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মনির হোসেন, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি সাইদুর রহমান সমীর, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি সবুজ সরকার, দৈনিক আমার বার্তার প্রতিনিধি এনায়েত করিম, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি লতিফ তালুকদার, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নুর নবী রবিন প্রমুখ।
মতবিনিময়কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় শতভাগ টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ নিশ্চিতের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ