কালিহাতীতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে সভা

0 116

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও গুজব প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সকল শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, কালিহাতী থানার (ওসি) হাসান আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপূণ হোসাইন ও জাতীয় ইমাম ও মুয়াজ্জিন সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এসএম আনিছুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ