কালিহাতীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

0 42

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে কালিহাতী সাধারণ পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগারের সভাপতি নাজমুল হুসেইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাঠাগারের উপদেষ্টা আনছার আলী বি.কম।




এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সাহিত্য পত্রিকা’র সম্পাদক কবি আযাদ কামাল, কালিহাতী সাধারণ পাঠাগারের সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল প্রমুখ। প্রথম পর্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিকুর রহমান ফরিদ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল সঙ্গীত পরিবেশন করেন কালিহাতী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।




এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ