কালিহাতীতে মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল সমাবেশ

178

স্টাফ রিপোর্টার \
কালিহাতীর এলেঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে কয়েক শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেলের তাৎক্ষণিক মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দীর্ঘ ৩০ বছরের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বর্ষীয়ান এ নেতা রাজনীতি করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। তবুও নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন।




মিছিলে অংশগ্রহণ করেন কালিহাতীর নারান্দিয়া পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান সরকার, আওয়ামী লীগ নেতা মানিক মন্ডল ও বোরহান উদ্দিন, কালিহাতী কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আহ্বায়ক সোলায়মান তালুকদার, সদস্য আফজাল হোসেন, শুভ ও আসিফ প্রমুখ।
বক্তার বলেন নির্বাচন উপলক্ষে বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই সহ্য করা হবে না। তাদের অপ তৎপরতা আমরা কঠোরভাবে প্রতিহত করবো। এ সময় কালিহাতীর মাটি মোজহারুল ইসলামের ঘাঁটি স্লোগানে মুখরিত করেন নেতাকর্মীরা।