কালিহাতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মাটি পরীক্ষার কাজ শুরু

196

3333কালিহাতী সংবাদদাতাঃ

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মাটি পরীক্ষার কাজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডের পাশে নিজস্ব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসরাত সাদমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, কালিহাতী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী পৌর মেয়র আনছার আলী বি.কম, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। মাটি পরীক্ষার উদ্বোধন শেষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।