কালিহাতীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গাভী ও অটোরিকশা বিতরণ
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে গাভী ও অটোরিকশা বিতরণ করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে ৭টি গাভী ও ৩টি অটোরিকশা বিতরণ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, জেলা পরিষদের সদস্য আয়নাল হক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।