কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা
কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্ত্বর থেকে র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ফরাজী, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মীর মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শাহআলম, নাগরিক উদ্যোগ কালিহাতী শাখার এরিয়া ম্যানেজার লিলি বাদশা ও সহকারী ম্যানেজার সেলিম ফকির প্রমুখ।