কালিহাতীতে বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

0 203

road-accident-sm20150724094739স্টাফ রিপের্টারঃ
বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার বেয়ারা মারা এলাকায় বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ১১ জানুয়ারী সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার জোকার চর এলাকার আব্দুল জলিল মন্ডল (৫০) ও আব্দুল রশিদ শেখ (৪৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, দুই মোটর সাইকেল আরাহী বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে নিজেদের বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলটি কালিহাতী উপজেলার বেয়ারামারা এলাকায় পৌছালে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হয়।

পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হন্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ