কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় নাঈম শিকদার (১৮) নামে মোটরসাইকেল চালক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চর ভাবলা এলাকার ৪ নম্বর বিজ্রের কাছে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল এলাকার করিমের ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আহতরা হলেন- সাগর (১৭) ও বিপ্লব (১৮)। তারাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা টিনিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলযোগে একসঙ্গে ৩ জন আরোহী বঙ্গবন্ধু সেতু দেখতে যাচ্ছিল। পথিমধ্যে তারা চর ভাবলা ৪ নং বিজ্রের কাছে পৌঁছলে উত্তরবঙ্গ থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় তার অপর দুই বন্ধু। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) সফিকুল ইসলাম টিনিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে কলেজ ছাত্র নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।