কালিহাতীতে বন্যা কবলিত ৪টি গ্রামে সোলার বিতরন
কালিহাতী সংবাদদাতা:
যমুনা নদী ভাঙ্গন এলাকা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৪টি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ্য গরীব ও অসহায় সাধারন মানুষের মাঝে ২৬৫টি সোলার বিতরন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী।
এমপির বিশেষ কোঠা থেকে শনিবার (২৩ জুলাই) বিকেলে আলাদা আলাদা ক্যাস্প করে সোলার (বিদ্যুৎ) বিতরন করেন।
সোলার (বিদ্যুৎ) বিতরন অনুষ্ঠান গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আল আমিন জানান, উপজেলার আফজালপুর,আলীপুর, বেলুটিয়া, কুশয়াবেনু ৪টি গ্রামে আলাদা আলাদা ক্যাস্প স্থাপন করে এমপি মহোদয় বন্যায় ক্ষতিগ্রস্থ্য গরীব ও অসহায় সাধারন মানুষের খোঁজ খবর নিয়ে এদের মধ্যে ২৬৫টি সোলার বিতরন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম,ওই ইউনিয়নের সকল মেম্বার সহ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জানান, বানভাসীর প্রতিটি ঘরে ঘরে সোলার সহ সকল সমস্যা দুর করা হবে। আমরা আপনাদের সাথে আছি।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী জানান, বানভাসীদের প্রতিদিন খোজ খবর নিচ্ছি। বন্যা কবলিত মানুষের পাশে বর্তমান সরকার সব সময় সুখে-দু:খে পাশে আছে এবং থাকবে। আগামীতে নদী ভাঙ্গন রোধে সকল প্রকার পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে গ্রহন করা হবে। সরকারী অনুদানের পাশা পাশি নিজ উদ্দ্যোগেও তাদের পাশে থাকবেন বলে জানান।