কালিহাতীতে বণিক সমিতির মানববন্ধন ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীদের একাংশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রতনগঞ্জ বাজারে ফলাফল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বাজার এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত (১১ ফেব্রুয়ারি) রতনগঞ্জ বাজার বণিক বহুমুখীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আবু বকর সাইদ (আনারস) ও আবু তালেব (ছাতা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬২ জন ভোটারের মধ্যে ৪৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে উভয় প্রার্থীই ২১৯ করে ভোট পান। পরে বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল স্থগিত করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আবু বকর সাইদ অভিযোগ করে বলেন, আমি ও আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ২১৯ করে ভোট পাই। ফলে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল স্থগিত করে। পরে ভোটবাক্স সিলগালা করে কালিহাতী নেয়া হয়। সেখানে এ্যাসিল্যান্ড সাহেব ফলাফল ঘোষণা করতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে আমার দুই ভোট বাতিল করা হয়। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। আবু সাইদ আরো বলেন, এই ফলাফল সাধারণ ব্যবসায়ীরা প্রত্যাখান করেছেন। আমি পুণরায় নির্বাচনের দাবী করছি। তা না হলে আইনের আশ্রয় নেব। কয়েকজন সাধারণ ব্যবসায়ী বলেন, এখানে সমান সমান ভোট হলো। কিন্তু কালিহাতীতে ২ ভোট নষ্ট হয় কিভাবে?
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শফিকুল ইসলাম টিনিউজকে বলেন, সভাপতি পদে দুই প্রার্থীই সমান সমান ভোট পান। আমরা স্থানীয়ভাবে ফলাফল স্থগিত করে উপজেলা সমবায় কর্মকর্তাকে অবহিত করি। তাদের পরামর্শক্রমে কালিহাতীতে ভোট পুণরায় গণনা করে ২ ভোট নষ্ট থাকায় তা বাতিল করা হয়। পরে আবু তালেবকে ২১৯ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।