কালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া প্রমুখ।
ফাইনাল খেলায় কালিহাতী পৌরসভা ফুটবল একাদশ বনাম সহদেবপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে সহদেবপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে কালিহাতী পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।