কালিহাতীতে ফেন্সিডিলসহ একজন আটক

203

কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাহান আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ছয়টায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর নামকস্থান থেকে তাকে আটক করা হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম টিনিউজকে বলেন, বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাঁশী চালিয়ে জাহান আলীকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। সে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা গ্রামের তনছের আলীর ছেলে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।