কালিহাতীতে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

179

কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিহাতী পৌর এলাকার ঘূনী গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু নাথ পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, কালিহাতী থানার ওসি তদন্ত মুনসুর আলী আরিফ, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা যুবলীগের সভাপতি নুরন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।