কালিহাতীতে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক আত্মহত্যা
কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের শনিবার (৬ মে) গভীর রাতে সৌদি প্রবাসী মুক্তার আলীর স্ত্রী হামিমা বেগম (২৩) রহস্যজনকভাবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার বানিয়াফৈর গ্রামের সৌদি প্রবাসী মুক্তার আলী একই উপজেলার কালোহা গ্রামের খলিলের মেয়ে হামিমা বেগমকে (২৩) গত ৫ বছর আগে বিয়ে করে। বিয়ের পরে সৌদি প্রবাসী মুক্তার আলী সম্প্রতি ছুটিতে আসেন। শনিবার (৬ মে) রাতে প্রতিবেশির বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত ১১টার দিকে সবাই ঘুমাতে গেলে সে পাশের ঘরে প্রবাসী স্বামীর সাথে মুঠো ফোনে কথা বলে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও হামিমা ঘুমাতে না আসায় তার শ্বাশুড়ী তাকে ডাকতে গেলে ঘরের ভিতরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ওই সময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামায়। পরে খবর পেয়ে রোববার (৭ মে) ভোরে কালিহাতী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।