কালিহাতীতে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প

201

সোহেল রানা, কালিহাতী ॥
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সকালে কালিহাতী থানা চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের উদ্যোগে পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষার জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।




এতে উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে রিপোর্ট ও সেবা প্রদান করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফী। এ সময় তিনি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং ডায়াবেটিস সহ চলমান সময়ের জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।




এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পুলিশ সবসময় মানুষকে সেবা দিয়ে থাকে। কাজের ব্যস্ততায় আমরা স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন থাকি। আমাদের সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষার প্রয়োজনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এখন থেকে অন্তত প্রতি ৬ মাস পর পর মেডিকেল ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যাতে করে আমরা সকল সদস্যগণ সুস্থ্য থেকে থানা এলাকার সাধারণ মানুষকে তৎপরতার সাথে আইনি সেবা প্রদান করতে পারি।
এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমানসহ মেডিকেল ক্যাম্পে সেবাদানকারী সকলকে কালিহাতী থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।