কালিহাতীতে পাকা রাস্তার উদ্বোধন

139

কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল-গোপালপুর থেকে বলিখন্ড এবং বালিয়াটা মোড় থেকে চামুরিয়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী এ রাস্তার উদ্বোধন করেন ।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, মোকলেছুর রহমান ফরিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, উপজেলা এলজিইডি’র অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার পাকা রাস্তা নির্মান করা হয়।