কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামে। উদ্ধারকৃত যুবক ঘাটাইল উপজেলার মাইজবাড়ী গ্রামের সাবাস উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন তোতা (৩৫)।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় তার শ্বশুড় বাড়ী পাথালিয়া থেকে ঢালাইয়ের কাজে গিয়ে সন্ধ্যায় বাড়ীতে না ফেরায় তার শ্বশুড়বাড়ীর লোকজন রাতভর অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় পরদিন শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে স্ত্রী সাথী বাদী হয়ে নিখোঁজ সংক্রান্ত কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের দুইদিন পর পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তোফাজ্জল হোসেন তোতার (৩৫) লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।
পাথালিয়া গ্রামের নারায়ন মাস্টারের পাশের বাড়ীর হাছনা বেগম টিনিউজকে বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্রাকৃতিক কাজ সারার জন্য তাদের ব্যবহৃত সেপটিক ট্যাংকে গেলে হঠাৎ পাশের নারায়ন মাস্টারের পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে ভয় পেয়ে স্থানীয় মেম্বারের কাছে জানান। মেম্বার রাত ১০টায় এসে বিষয়টি দেখে পরদিন শনিবার (২১ ডিসেম্বর) থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে একটি লাশ উদ্ধার করে। লাশটি দেখে স্থানীয় লোকজন নিখোঁজ তোতার লাশ বলে সনাক্ত করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির টিনিউজকে বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একটি বাচ্চা মোবাইল পেলে মোবাইলটি কার এ বিষয়ে জিজ্ঞাসা করলে জানতে পারি মোবাইলটি নিখোঁজ ব্যক্তির। পরে নিখোঁজ ব্যক্তির স্ত্রী শুক্রবার (২০ ডিসেম্বর) কালিহাতী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরী করেন। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে নারায়ন মাস্টারের বাড়ীর পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তোফাজ্জল হোসেন তোতার লাশ উদ্ধার করা হয়।