কালিহাতীতে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত ॥ সুস্থ ৩৮
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলো- কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামের হানিফ উদ্দিন (৭০), সাতুটিয়া গ্রামের রেজোওয়ানা ইসলাম (১০), রাশিদা আক্তার (৬২), কালিহাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাজাহান (৫৭), বল্লা ইউনিয়নের বল্লা ইডেন পাড়া গ্রামের মোস্তফা আশরাফি (৬০) ও দশকিয়া ইউনিয়নের দশকিয়া (দোগাংগী) গ্রামের রাসেল ভূঁইয়া (৩২)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। এদিকে এ উপজেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮ জন। শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি টিনিউজকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান।