কালিহাতীতে ধান কেটে দিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা

188

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দরিদ্র কৃষক আশুতোষ আর্য্য’র পাকা ধান ঘরে তুলে দিলেন নারান্দিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ। বুধবার (১৩ মে) সকালে স্কুল পরিচালনা পর্যদের সভাপতি মজহারুল ইসলাম তালুকদারের উদ্যোগে উপজেলা নারান্দিয়া এলাকায় আশুতোষ আর্য্য’র ৫০ শতাংশ ধান কেটে বাড়ি পৌছে দেন তারা। ক্ষুদে স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীর ওই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক নির্জন কুমার ভৌমিক, শিক্ষিকা শাহিনা পারভিন ও রোকেয়া খাতুনসহ এলাকার যুব সমাজ। মজহারুল ইসলাম তালুকদার জানান, ধান কাটার টাকা না থাকায় কৃষক আনতে পারেনি অতি দরিদ্র ধানচাষী আশুতোষ আর্য্য। তাই এই এলাকার স্কুল ও কলেজের সাথে কথা বলে রোজার মধ্যে রোজাদার শিক্ষার্থীদের দিয়ে তার পাকা ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করে দেই। সেই সাথে এই এলাকার দরিদ্র কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদের কেটে দেয়ার ব্যবস্থা করবো।