কালিহাতীতে দৈনিক ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

234

কালিহাতী প্রতিনিধি ॥
দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিহাতী প্রতিনিধি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, কালিহাতী প্রেসক্লাবের উপদেষ্টা তোফাজ্জল হোসেন তুহিন, সভাপতি শাহ আলম, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশ টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃঞ্চ পন্ডিত, দৈনিক যুগান্তর কালিহাতী প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তারেক আহমেদ, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, দৈনিক যায়যায়দিন কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, কালিহাতী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল কালিহাতী প্রতিনিধি সোহেল রানা।