কালিহাতীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন টিনিউজকে জানান, বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সহদেবপুর খেলার মাঠ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার দাওভাঙ্গাঁ গ্রামের মৃত ময়দান আলীর ছেলে সেলিম উদ্দিন আশরাফ (৪৫), উল্লাপাড়া উপজেলার বড়ঘোনা গ্রামের সালাম তালুকদারের ছেলে রাসেল মাহমুদ সবুজ নয়ন(২৮), একই উপজেলার বেতকান্দি গ্রামের আব্দুল মোমেনের ছেলে মেহেদী হাসান শুকুর (২২) ও রামকান্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নূর ইসলাম(২০), সলংগা উপজেলার মাহমুদপুর ভ্যাংরী গ্রামের আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (২৭), ঢাকার ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের মৃত গোলাপ ব্যাপারীর ছেলে নাজিম উদ্দিন (৩৮)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন টিনিউজকে আরও জানান, এসআই আব্দুল ওহাব, এসআই আব্দুল হামিদ এবং এসআই মনোয়ারের নেতৃত্বে একটি দল ৩টি ছুরি, তালা ও দরজা ভাঙ্গার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের তৈরী ২টি যন্ত্র, ৫টি মোবাইল, একটি মানকী টুপি, ৫টি হাফপেন্টসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গত (১৩ জানুয়ারি) উপজেলা সদরের কুষ্টিয়া গ্রামের ঈমাণ আলীর বাড়িতে ডাকাতির বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।