কালিহাতীতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী নাজমুল গ্রেফতার
কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেহালাবাড়ী নামক স্থান থেকে দেশীয় অস্ত্রসহ (পাইপগান) সন্ত্রাসী নাজমুলকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার (এস আই) মনোয়ার হোসেন টিনিউজকে জানান, উপজেলার বল্লা ইউনিয়নের বেহালাবাড়ী গ্রামের ওয়ারেজের ছেলে নাজমুল (৩০) তার নিজ বাড়ীতে অস্ত্র হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টায় সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের ভিত্তিতে তার বাড়ীর উত্তর-পূর্ব পার্শ্বে টিনের বেড়া সংলগ্ন টয়লেটের পূর্ব পার্শ্বে মাটির নিচে লুকিয়ে রাখা একটি সাদা পলিথিনে মোড়ানো, তার হেফাজতে থাকা একটি দেশীয় অস্ত্রসহ (পাইপগান) নাজমুলকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় খুন, মাদক, মারামারীসহ ৪/৫ টি মামলা রয়েছে।