কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের মহিষজোড়া কালী মন্দিরে সোমবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয় হিন্দু সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য পূর্ণচন্দ্র দে জানান, সোমবার রাতে কালী মন্দিরের ভেতরে রাখা লাকড়িতে পেট্রোল, করোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দেখার পর আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী থানা পুলিশ, ইউপি সদস্য শফিকুল হকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিষজোড়া কালী মন্দিরে সোমবার রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। কিন্তু মন্দিরের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।