কালিহাতীতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা ॥এক জন গ্রেফতার
স্টাফ রিপোটারঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন নামের এক ৯ম শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩এপ্রিল) দুপুরে এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার তেতুলিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে। সে এলেঙ্গা হাইস্কুলের ছাত্র এবং ব্যবসার সাথেও জড়িত। এর আগে আনোয়ার হোসেনকে আসামী করে মঙ্গলবার সকালে কালিহাতী থানায় মামলা করেছে ছাত্রীর বাবা।
ওই ছাত্রী এলেঙ্গায় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীতে লেখাপড়া করে। তার বাবা এলেঙ্গাতে বাসা ভাড়া করে ব্যবসা করে আসছে। তারা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।
ছাত্রীর বাবা বলেন, আমি এলেঙ্গাতে বাসা ভাড়া নিয়ে একটি সেলুন ব্যবসা করে আসছি। আনোয়ারের পরিবার আমাদের পার্শ্ববর্তী বাসায় ভাড়া থাকে। সম্প্রতি আমার মেয়েকে আনোয়ার তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ে চিৎকার করলে আমার স্ত্রী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আনোয়ার পালিয়ে যায়। স্থানীয় মাতাব্বররা ঘটনার মিমাংসা করতে চেষ্টা করে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। পরে থানায় জানালে পুলিশ আনোয়ারকে আটক করে।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আনোয়ারকে মঙ্গলবার দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রী ২২ ধারায় জবানবন্দি করা হবে।