কালিহাতীতে তৃতীয় লিঙ্গের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

309

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল ও ২ কেজি আলু।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে ২৬ জন হিজড়াসহ ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় সর্বোমোট ৩ হাজার ৭ শত প্যাকেট ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার প্রমূখ।