কালিহাতীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে থানা চত্ত্বরে ওসি মো.হাসান আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনিসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার রাসেল মনির উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী
বিতরণ করেন।
পুলিশের অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃতীয় লিঙ্গের এসব মানুষ। এছাড়াও বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হওয়ারও প্রতিশ্রুতি দেন তারা।