কালিহাতীতে তিন দিনব্যাপি বইমেলা শুরু
কালিহাতী সংবাদদাতা ॥
মাতৃভাষায় হোক জীবনের বিকাশ একুশের এই আহ্বান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে তিনব্যাপি বইমেলা শুরু হয়েছে। কালিহাতী উপজেলা সাধারণ পাঠাগার ও প্রশাসনের আয়োজনে বিকাল তিনটায় কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই মেলা চলবে আগামী (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম টিনিউজকে জানান, মেলায় এবার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৭টি ষ্টল স্থান পেয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিনিধি সকাল থেকে রাত পর্যন্ত। প্রতিদিনই মেলায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।