কালিহাতীতে তথ্য অধিকার আইন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তথ্য অধিকার আইন সংক্রান্ত জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহেরুল ইসলাম তালকদার ঠান্ডু।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকল পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।