কালিহাতীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে লাবিব নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। লাবিব উপজেলা বাগুটিয়া ফকির পাড়া গ্রামের লাল মাহমুদের ছেলে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা লাল মাহমুদ বলেন, বেলা ২ টার দিকে শিশুদের সাথে লাবিব বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা ডাক চিৎকার করছিলেন। একপর্যায় লাবিবকে ডোবার পানিতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।