কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কামাক্ষা এলাকায় ঘটনাটি ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা রেলওয়ে ১১৭নং সেতুর নিকট পৌছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে। লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) টুঙ্গী ফাঁড়িতে জানানো হয়েছে। জিআরপি পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে বলেও ওসি জানান।