কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী কালিহাতী পৌরসভার সালেংকা গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে ইমতিয়াজ আহমেদ সিহাব (২০)।
কালিহাতী থানার (এসআই) সেকান্দর আলী টিনিউজকে জানান, সোমবার (২৭ এপ্রিল) সকালে কালিহাতী থেকে একটি ইট ভর্তি ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে উপজেলা সদরের বন বিভাগের সামনে এসে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাঁপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশটি পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।