কালিহাতীতে ট্রাক চাপায় দুইজন নিহত, আহত এক

0 200

01স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীতে ট্রাক চাপায় মহিলাসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। দতরাতে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কালিহাতীর মুলিয়া গ্রামের আজাহার আলী (৩৫) ও একই গ্রামের জমেলা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ফরাজী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় দিয়ে আলু ভর্তি একটি ট্রাক যাচ্ছিল। এ সময় ট্রাক থেকে রাস্তায় আলু পড়ছিল। গ্রামের লোকজন ওই সময় আলু কুড়াচ্ছিল। পেছন দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক এসে তাদের উপর উঠিয়ে দিলে তিনজন গুরুতর আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় ওই দুইজন মারা যায়। নিহত জমেলার স্বামী বাদশা মিয়াকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ