কালিহাতীতে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে কিশোরি নিহত॥৩ জন আহত
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে কিশোরি নিহত হয়েছে। আর এ ঘটনায় অটোরিক্সার ৩ যাত্রী আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আখেরুজ্জামান জানান, পুলিশের অজান্তে ৪ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সাটি ভূঞাপুরের চরপাথাইলকান্দি থেকে মহাসড়ক দিয়ে এলেঙ্গা যাচ্ছিল। অটোরিক্সাটি মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার যাত্রী রাবেয়া খাতুন (১৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রাবেয়া কালিহাতী উপজেলার পৌলী গ্রামের জমশেদ আলীর মেয়ে। আহত ৩ যাত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য ও রাবেয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।