কালিহাতীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

170

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কালিহাতী কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা গ্রামের মোকাদ্দেছের ছেলে নুর ইসলাম (২৮)।
কালিহাতী থানার (এসআই) মনিরুজ্জামান টিনিউজকে বলেন, কালিহাতী পৌরসভার রাজাফৈর এলাকা থেকে একটি ট্রাক কলেজ মোড়ে পৌঁছালে দাঁড়িয়ে থাকা এক ভ্যান চালক ও পাহাড়াদারকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয় এবং পাহাড়াদার আহত হয়। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।