কালিহাতীতে জেএমবি সদস্য গ্রেফতার
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা পূর্ব পাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া জেএমবির ওই সদস্যের নাম জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি (৩৭)। আটককৃত জেএমবি সদস্য কালিহাতী উপজেলা বল্লা পূর্বপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে। কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক বোমা ও বিস্ফোরক মামলায় ২০০৫ সালে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ জেলে থেকে ১৫ বছর পর গত ২৭ জুলাই জামিনে বের হয়। জামিনে বের হয়ে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি তার নিজ গ্রাম কালিহাতী উপজেলা বল্লা এলাকায় অবস্থান করছেন। ফতুল্লা থানায় বিস্ফোরণ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এই সময় জেএমবির সক্রিয় সদস্য জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন চলছে।