স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতীতে সারাদেশের ন্যায় শনিবার দুপুরে জাসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ ইব্রাহিম ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মহসীন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি নরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এসএম আফাজ উদ্দিন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, আব্দুল গফুর, সমীর উদ্দিন, স্বপন আহম্মেদ ভূঞা প্রমুখ।