কালিহাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিহাতী সংবাদদাতা ॥
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।