কালিহাতীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল, কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শুকুর মাহমুদ তালুকদারসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।