কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

166

কালিহাতী সংবাদদাতা ॥

মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, তালেমন হযরত আলী, মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল কুদ্দুছ।
এর আগে উপজেলা পরিষদ চত্তরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করে র‌্যালী অনুষ্ঠিত হয়।