কালিহাতীতে ছেলের বিয়ে দেখা হলো না পিতার

140

কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ১০ টার দিকে কালিহাতীর বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় উপজেলার সিলিমপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হানিফ(৫৫) নিহতের ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হানিফ পিতার জায়গাজমি বিক্রি করে দুই ছেলেকে লেখাপড়া করিয়ে আসছিল। বড় ছেলে ফারুক কিছুদিন আগে টাঙ্গাইল করটিয়া সা’দত বিশ্ব বিদ্যালয় কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে চাকরীতে যোগদান করে এবং ছোট ছেলে সোহেল জগন্নাথ বিশ্ব বিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার বড় ছেলে ফারুকের বিয়ের দিন উপলক্ষে বাজার করতে এসে মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় পিতা হানিফ (৫০) ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মানিক টিনিউজকে জানান, মোটর সাইকেল চালককে আটক করা হয়েছে।