কালিহাতীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার ॥
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, কালিহাতী কলেজের শিক্ষক সোহরাব আলী, কালিহাতী পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এইচএম হৃদয়, আরমান ও মাসুম, কালিহাতী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ ও যুগ্ম আহ্বায়ক মোতালেব, পৌর স্বেচ্ছাসেবক সহ-সভাপতি রাজন, ছাত্রলীগ নেতা পিন্টু, আসলাম প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণস্থানে গাছের চারা বিতরণ এবং রোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।