কালিহাতীতে চাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালিহাতী এলজিইডি’র বাস্তবায়নে ৮৬ লাখ ১ হাজার ৪৭০ টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সুশান্ত ঘোষ, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ন পোদ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
Comments are closed.