কালিহাতীতে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

119

কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ৪৬ তম গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা ২০১৭ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতি কালিহাতী উপজেলার আয়োজনে কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়েছে ভরসরাই উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।